যদি বলো বাসতে ভালো ,
বাসব আমি আমার মতো মন-এর
কোনো খান-এ লুকিয়ে তোমায়
ক্ষণ এ ক্ষণ...
যদি বলো দেখো না কেন
সে ভালবাসা ...
হারিয়ে কেন যায় হাওয়াতেই
আমার মনের সকল কথা ?
বলব আমি ...."আমি এরমই - 'অগোছালো "
মনে রাখা তোমাতে,
হারিয়ে বেড়াই অজান্তে
অনুরাগে মাখামাখি
হাসি -টা'ও ভুলে থাকি!
খুঁজে পেলে সেই তোমাকে
দুঃখ ভুলে একে একে
ঠোঁট থেকে চুরি করে চোখ 'এ হাসি
যদি কিছু না বলি ....বুঝবেনা আমি ভালবাসি ?
No comments:
Post a Comment