Sunday, November 22, 2009

কাজল


Wrote this a couple of months back, but never posted it on the blog... dont know why...

আমার কাজল পড়তে ভালো লাগে
আবছা রাতে যেমন
চাঁদ উঁকি দিয়ে যায়
আমার ঘর এর আঁধার কোণে ,
ঠিক তেমনি করে ভালো লাগে
ঝাপসা চোখের কালি ’র মাঝে
কাজল পরে সাজতে ;
কোন কনে সে আলো আনে
কোথায় তাড়ায় ছায়া
বোঝা বড়ই কঠিন !
তাই অত শত ভুলে থেকে ,
কাজল পরি ক'দি ন .

দেখলে আমায় এভাবে ,
বলে সবাই —
“কি রে রাতে ঘুম হয়নি বুঝি ?”
আমি ভাবি ....কি বোকা
নাকি সত্যি লাগে বিশ্রী ?
আলতো হেসে পাশ কাটিয়ে
কাজের ঘরে বসি
এধার ওধার ফাঁকা পেলে
বন্ধ করে কাজের পাহাড়
চুপ-টি করে দাড়াই এসে
দরজা ’র এই ধারে
আয়না দেখে হেসে বলি ...

“কেউ না জানুক , তুমি তো জানো,
তাহলে তুমি -ই বলো দেখি ?”
বোকা কাঁচ চেয়েই থাকে !
“কাজল পরা ছেড়ে দিলে হবে ভালো তবে ?”
আবার চুপ !!
“যাও ...কেউ দেখবেনা তোমায় আর ... আড়ি”
এবার -ও চুপ|
আমি প্রশ্ন করে ক্লান্ত ...
আঙ্গুল দিয়ে মুছে বলি - “এবার খুশি ?”

হাথের দিকে চেয়ে দেখি
...মুছলাম যে ..কোথায় গেল কালি ?!

No comments: