Sunday, November 22, 2009
কাজল
Wrote this a couple of months back, but never posted it on the blog... dont know why...
আমার কাজল পড়তে ভালো লাগে
আবছা রাতে যেমন
চাঁদ উঁকি দিয়ে যায়
আমার ঘর এর আঁধার কোণে ,
ঠিক তেমনি করে ভালো লাগে
ঝাপসা চোখের কালি ’র মাঝে
কাজল পরে সাজতে ;
কোন কনে সে আলো আনে
কোথায় তাড়ায় ছায়া
বোঝা বড়ই কঠিন !
তাই অত শত ভুলে থেকে ,
কাজল পরি ক'দি ন .
দেখলে আমায় এভাবে ,
বলে সবাই —
“কি রে রাতে ঘুম হয়নি বুঝি ?”
আমি ভাবি ....কি বোকা
নাকি সত্যি লাগে বিশ্রী ?
আলতো হেসে পাশ কাটিয়ে
কাজের ঘরে বসি
এধার ওধার ফাঁকা পেলে
বন্ধ করে কাজের পাহাড়
চুপ-টি করে দাড়াই এসে
দরজা ’র এই ধারে
আয়না দেখে হেসে বলি ...
“কেউ না জানুক , তুমি তো জানো,
তাহলে তুমি -ই বলো দেখি ?”
বোকা কাঁচ চেয়েই থাকে !
“কাজল পরা ছেড়ে দিলে হবে ভালো তবে ?”
আবার চুপ !!
“যাও ...কেউ দেখবেনা তোমায় আর ... আড়ি”
এবার -ও চুপ|
আমি প্রশ্ন করে ক্লান্ত ...
আঙ্গুল দিয়ে মুছে বলি - “এবার খুশি ?”
হাথের দিকে চেয়ে দেখি
...মুছলাম যে ..কোথায় গেল কালি ?!
Wednesday, November 18, 2009
এতদিন
বিদেশে এসেছি হয়নি যে মাস কুড়ি
না সাহেব, না দেশীদের দলে পড়ি
বছর কুড়ি হলে পর জোর গলে
যায় বলা - 'আমি আছি এতদিন ধরে....'
আমি পেরোইনি তার দশ ভাগের এক ভাগও
লোকে শুনলে হেসে গাল দিয়ে যাবে;
'এতদিন' তাই যোগ্য হয়নি ভাবার!
ঘরে থাকি আমি, আর জল ভরা শিশি
মাছ দুটো তাতে ঘুরপাক খেয়ে খুশি
দুজন তারাও, তরঙ্গ তুলে ফেরে -
সাঁঝ সকালে ঐটুকু পৃথিবীতে।
একা আমি, তবু একাকী ভাবতে নারাজ
কাজ শেষে, ঘরে ফিরে একা করি খেলা
কথার পিঠে কথা কাটবার সুখ -
একাই ভোগী, ভাগীদার নেই মেলা।
কাগজে কলমে মাখামাখি করে তাই
করি খেলা রাত ভোর কত ভাবনায়,
কখনো হাসি কখনো বা কান্নার
সুর মিশিয়ে গাঁথি কথা পরপর -
মানে যদি খুঁজে পেয়ে যাই, সে আশায়।
না সাহেব, না দেশীদের দলে পড়ি
বছর কুড়ি হলে পর জোর গলে
যায় বলা - 'আমি আছি এতদিন ধরে....'
আমি পেরোইনি তার দশ ভাগের এক ভাগও
লোকে শুনলে হেসে গাল দিয়ে যাবে;
'এতদিন' তাই যোগ্য হয়নি ভাবার!
ঘরে থাকি আমি, আর জল ভরা শিশি
মাছ দুটো তাতে ঘুরপাক খেয়ে খুশি
দুজন তারাও, তরঙ্গ তুলে ফেরে -
সাঁঝ সকালে ঐটুকু পৃথিবীতে।
একা আমি, তবু একাকী ভাবতে নারাজ
কাজ শেষে, ঘরে ফিরে একা করি খেলা
কথার পিঠে কথা কাটবার সুখ -
একাই ভোগী, ভাগীদার নেই মেলা।
কাগজে কলমে মাখামাখি করে তাই
করি খেলা রাত ভোর কত ভাবনায়,
কখনো হাসি কখনো বা কান্নার
সুর মিশিয়ে গাঁথি কথা পরপর -
মানে যদি খুঁজে পেয়ে যাই, সে আশায়।
Tuesday, November 03, 2009
Lovelorn
Her tears had no note of loath
For the man who played the game
In love was she and was not he?
Whose eyes mirrored her laughter!
The heart she prized of all she owned
Now disdained her for the trust,
Oh why would he not rather kill her she begged
Tormented with lovelorn fate.
Time would heal it all they said
And time does never falter,
The gesture so genuine of smile
She made in greeting whoever loved her
Hidden beneath still lay a heart
Or, once a heart—
Now broken.
The thousand shreds
Some lost, some left
In the mosaic of her existence.
For the man who played the game
In love was she and was not he?
Whose eyes mirrored her laughter!
The heart she prized of all she owned
Now disdained her for the trust,
Oh why would he not rather kill her she begged
Tormented with lovelorn fate.
Time would heal it all they said
And time does never falter,
The gesture so genuine of smile
She made in greeting whoever loved her
Hidden beneath still lay a heart
Or, once a heart—
Now broken.
The thousand shreds
Some lost, some left
In the mosaic of her existence.
Subscribe to:
Posts (Atom)